বিবিধ

বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাচের সেতু

এটি বিশ্বের সবচেয়ে উঁচু ও দীর্ঘ কাচের সেতু। দক্ষিণ চীনের হুনান প্রদেশের ঝাংজিয়াজি গ্র্যান্ড ক্যানিয়নের ওপর নির্মিত সেতুটি চলতি বছরের মে মাসে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে বলে জানা যায়।

পর্যটকরা শিগগিরই পা চালিয়ে যেতে পারবেন বিশ্বের সবচেয়ে উঁচু কাচের পাতের সেতুর উপর, যা দু’টি খাঁড়ির সঙ্গে ঝুলে রয়েছে।
ঝাংজিয়াজি ন্যাশনাল ফরেস্ট পার্কের বিপরীত অবস্থানে ব্রিজটি চারশো ৩০ মিটার লম্বা, ছয় মিটার প্রশস্ত ও ভূমি থেকে তিনশো মিটার উঁচু।

২০১৫ সালের শেষের দিকে সেতুটির নির্মাণ কাজ শেষ হয়। সেতুটির ধারণক্ষমতা আটশো জন।

ইসরায়েলি স্থপতি হেইম ডটান নকশা করা এ কাচের সেতুটি বিশ্বের সবচেয়ে উঁচু বাঙ্গি জাম্প ও ফ্যাশন রানওয়ে।
গত বছর অক্টোবরে কেন্দ্রীয় চীনের হেনান প্রদেশের ইয়ুতাইসান সিনেটিক পার্কের একটি পার্বত্য কাচের সেতুতে ফাটল দেখা যায়।1.2
সেতুটি খোলার দুই সপ্তাহ বাদে এই ফাটল সৃষ্টি হয়। পরে অবশ্য কর্তৃপক্ষ জানায়, এ ক্ষতি অতি সামান্য ও পর্যটকদের জীবনের জন্য হুমকিস্বরূপ নয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button