পাঁচমিশালি

বড়শিতে ধরা পড়লো ৪৩ কেজির ব্ল্যাককার্প

কুমিল্লা সংবাদাদাতা: কুমিল্লা নগরীর ধর্মসাগরে এক ব্যবসায়ীর বড়শিতে ধরা পড়েছে ৪৩ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি ব্ল্যাক কার্প মাছ। ওই ব্যবসায়ীর নাম জাহিদুল্লাহ রিপন।
গত বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাত ৯টার দিকে বিশাল এই মাছটি ধরা পড়ে। এ সময় মাছটিকে দেখতে শত শত মানুষ ভিড় করেন। গত কয়েক বছরের মধ্যে এতো বড় মাছ ধর্মসাগরে ধরা পড়েনি। বড়শিতে বড় মাছ ধরা পড়ার খবরে রাত সাড়ে ১০টার দিকে মাছটি দেখতে আসেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার।
এ সময় এমপি বাহার বলেন, কুমিল্লা ব্যাংক ও ট্যাংকের শহর। এ শহরে অনেক পুকুর আছে। তবে সবচেয়ে বড় দিঘি হলো ধর্মসাগর। এমন বড় মাছ ধর্মসাগরেই সম্ভব। আমার ধারণা এমন বড় মাছ আরও আছে ধর্মসাগরে।

ব্যবসায়ী জাহিদুল্লাহ রিপন জানান, বর্তমানে কুমিল্লা ধর্মসাগর দিঘিটি তারা ৩০ জন অংশীদার মিলে লিজ নিয়ে মাছ চাষ কর

ছেন। প্রায় দিনই বড়শিতে মাছ ধরেন। বৃহস্পতিবার বিকেলে দিঘিতে বড়শি ফেলেন তারা। রাত প্রায় সাড়ে ৮টার দিকে মাছটি বড়শিতে আটকায়। তবে ৪৩ কেজি ৬০০ গ্রাম ওজনের মাছটি পাড়ে তুলতে সময় লাগে আরও ৩০ মিনিট। ধর্মসাগরে এর আগে এতো বড় মাছ আর দেখিনি। নিজের বড়শিতে এতো বড় মাছ ধরতে পেরে খুবই আনন্দিত তিনি।

কুমিল্লা জেলা মৎস্য কর্মকর্তা শরীফ উদ্দিন বলেন, ব্ল্যাক কার্প মাছ আমাদের দেশের নদী ও পুকুরে হয়। বিশেষ করে যেসব পুকুর-দিঘিতে শামুক, ঝিনুক বেশি থাকে সেখানে ব্ল্যাক কার্প মাছ বেশি বড় হয়ে থাকে। ধর্মসাগর দিঘিতে প্রচুর শামুক, ঝিনুক থাকায় এখানে ব্ল্যাক কার্পটি এতা বড় হয়েছে।

Back to top button