জাতীয়

সশস্ত্র বাহিনীকে সদা প্রস্তুত থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: বহিঃশত্রুর আক্রমণ প্রতিরোধে সশস্ত্র বাহিনীকে সবসময় প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেছেন, আমরা কারও সাথে যুদ্ধ করতে চাই না, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। কখনও যদি বহিশত্রুর আক্রমণ হয় আমরা যেন তা যথাযথ ভাবে প্রতিরোধ করতে পারি এবং আমরা যেন আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পারি।”

মঙ্গলবার শরীয়তপুরের জাজিরায় ‘শেখ রাসেল সেনানিবাস’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শক্তিশালী সেনাবাহিনী গড়তে সরকারের নেওয়া কার্যক্রমের কথা তুলে ধরে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “সশস্ত্র বাহিনীকে আমরা আরও উন্নত-প্রশিক্ষিত, সমৃদ্ধশালী করার পদক্ষেপ নিয়েছি। আমি মনে করি আমাদের সশ্রস্ত্র বাহিনীর প্রজ্ঞা, পেশাগত দক্ষতা, কর্তব্য-নিষ্ঠা দিয়ে আমাদের দেশের সুনাম বৃদ্ধি করবে।

Back to top button