রাজনীতি

‘বিএনপি-জামায়াতের আমলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা’

চাঁদপুর প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বিএনপি-জামায়াতের আমলের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নারীরা।’ শুক্রবার (১০ মার্চ) বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জেলা মহিলা আওয়ামী লীগ আয়োজিত নারী দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘নারীদের শিক্ষা-দীক্ষা, কাজ-কর্ম, স্বাধীনতা সমস্ত কিছুর বিরুদ্ধে এই বিএনপি-জামাত অপশক্তি। তারা চায় না নারীরা এগিয়ে যাক, শিক্ষিত হোক, স্বাবলম্বী হোক। তারা চায় না নারীরা স্বাধীনভাবে নিজের আত্মসম্মান নিয়ে বাঁচার সক্ষমতা লাভ করুক।’

এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক মাসুদা নুর খান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা ইলিয়াসসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

Back to top button