দুর্ঘটনা কমাতে পুলিশকে প্রশিক্ষণ দেবে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ

নিউজ ডেস্ক: ট্রাফিক আইনের কার্যকর প্রয়োগের লক্ষ্যে ও ঢাকার সড়কে দুর্ঘটনা কমাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) প্রশিক্ষণ দেবে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ (জিআরএসপি)। ব্লুমবার্গ ফিলানথ্রোপিস ইনশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিগআরএস) প্রোগ্রামের আওতায় এ প্রশিক্ষণ দেয়া হবে।

সড়ক দুর্ঘটনার সবচেয়ে বড় কারণ অতিরিক্ত গতি। রাস্তায় গড় গতি মাত্র পাঁচ শতাংশ কমিয়ে দিলে মারাত্মক সব দুর্ঘটনা কমে যেতে পারে। ডিএমপি এক্ষেত্রে উচ্চ ঝুঁকিপূর্ণ গতির ক্ষেত্রগুলি চিহ্নিত করে সেই ডেটার ভিত্তিতে ট্রাফিক পুলিশের মোতায়েন করা হলে সম্ভাব্য দুর্ঘটনার ঝুঁকি হ্রাস পাবে বলে মনে করে গ্লোবাল রোড সেফটি পার্টনারশিপ।

জিআরএসপির রোড সেফটি কনসালটেন্ট আল স্টুয়ার্ট বলেন, ‘আমরা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সঙ্গে আমাদের সম্পর্ক চালিয়ে যেতে পেরে আনন্দিত, যারা সক্রিয়ভাবে তাদের জনগণের নিরাপত্তা বাড়াতে চেষ্টা করছে। আমাদের প্রশিক্ষণ সড়ক দুর্ঘটনার সংখ্যা কমাতে এবং শেষ পর্যন্ত জীবন বাঁচাতে অমূল্য হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের সড়ক নেটওয়ার্ককে সকল সড়ক ব্যবহারকারীদের জন্য নিরাপদ করার জন্য কাজ করছে। যা প্রসংশনীয়।’