অর্থ-বাণিজ্যআইন-আদালতআবহাওয়াবিবিধ

মানিকগঞ্জে ধলেশ্বরীতে দুটি ড্রেজার পুড়িয়ে দিলেন ইউএনও

মানিকগঞ্জের ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি ড্রেজার আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহাদত হোসেন খোন্দকার।

রোববার বিকেলে অভিযানকালে ড্রেজারের লোকজন পালিয়ে যায়। পরে পুলিশের সহায়তায় দুটি ড্রেজার পুড়িয়ে দেয়া হয়।

মানিকগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহাদত হোসেন খন্দকার জানান, এর আগে কয়েক দফায় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারগুলো অপসারণ করা হয়েছিল। কিন্তু আবারো তারা একই স্থানে বালু উত্তোলন শুরু করে। এ নিয়ে এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে রবিবার অভিযান চালানো হয়।

Related Articles

অভিযানে ড্রেজারগুলো আগুন দিযে পুড়িয়ে দেয়াসহ পাইপ ভেঙে দেয়া হয়েছে।

স্থানীয়রা জানান, সদর উপজেলার আরঙ্গবাদ এলাকায় ধলেশ্বরী নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এর ফলে একটি নির্মাণাধীন সেতুসহ আশপাশের বসতবাড়ি ও ফসলি জমি হুমকির মুখে পড়েছে। ক্ষমতাসীন দলের নেতারা এই মাটি উত্তোলনের সঙ্গে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান নি।

Back to top button