জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরসহ ৩ শীর্ষ কর্মকর্তা গ্রেফতার

রাজধানীর মিরপুর এলাকা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর, ডেপুটি রেজিস্টার ও উপ পরিচালককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতারকৃতরা হলেন- প্রোক্টর ও উপ-রেজিস্টার এইচ এন তায়েহীদ জামাল, ডেপুটি রেজিস্টার (আইন শাখা) সিদ্দিকুর রহমান স্বপন ও উপ পরিচালক (উন্নয়ন ও পরিকল্পনা) শেখ মো. মোফাজ্জল হোসেইন।
দুদকের জন সংযোগ বিভাগ তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক সূত্র জানায়, ২০১২ সালে আব্দুল হাফিজ নামের এক ব্যক্তি জাতীয় বিশ্ববিদ্যালয়ে গণ নিয়োগ প্রাপ্ত কর্মকর্তাদের অবৈধভাবে সিলেকশন গ্রেড প্রদান করে সরকারের ১ কোটি ৪ লাখ ৩৯৩ টাকা ক্ষতির অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। ঐ মামলাটি উচ্চ আদালত দুদককে তদন্তের নির্দেশ দেয়। দুদক তদন্ত করে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সোমবার ভোরে মিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের বাসা থেকে গ্রেফতার করে।