আন্তর্জাতিক
কারাগারে ইমরানকে বিষপ্রয়োগের আশঙ্কা স্ত্রী বুশরার, দিতে চান বাসার খাবার
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান তেহরিক—ই—ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা কারাবন্দী স্বামীর নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তার আশঙ্কা, অ্যাটক কারাগারে ইমরান খানকে বিষ প্রয়োগ করা হতে পারে। ইমরানের জীবন এখনো ঝুঁকির মধ্যে আছে উল্লেখ করে বুশরা লিখেছেন, ‘অ্যাটক কারাগারে আমার স্বামীকে বিষ দেওয়া হতে পারে।’ কারাগারে ইমরানকে বাড়িতে তৈরি করা খাবার দেওয়ার ওপর জোর দেন তিনি। গত শুক্রবার পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে বুশরা লিখেছেন, আদালত কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন, যেন তার স্বামী ইমরান খানকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করা হয়। বুশরা আরও লিখেছেন, ‘কোনো ধরনের যুক্তিসংগত কারণ ছাড়াই আমার স্বামীকে অ্যাটক কারাগারে বন্দী রাখা হয়েছে।