বিজ্ঞান-প্রযুক্তিবিবিধসামাজিক গণমাধ্যম

ভয়েস মেইল সেবা চালু

দেশের মুঠোফোন গ্রাহকদের জন্য নতুন করে ভয়েস মেইল সেবা চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় আজ সোমবার গণভবন থেকে বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদের কাছে একটি ভয়েস মেইল পাঠিয়ে এ সেবার উদ্বোধন করেন।

কল না করে কথা রেকর্ড করে কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পাঠানোর সেবাকে বলা হয় ভয়েস মেইল। ভয়েস মেইল পাঠাতে প্রতি মিনিট কল করার সমান খরচই রাখা হবে। প্রাথমিকভাবে রবি, বাংলালিংক ও টেলিটক নেটওয়ার্কে এই সেবাটি চালু করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে চালুর আগে বিচ্ছিন্নভাবে এই সেবাটি গ্রাহকদের জন্য চালু করেছিল অপারেটররা।
বিটিআরসি চেয়ারম্যান শাহজাহান মাহমুদ বলেন, ভয়েস মেইল সেবা চালু হলে নেটওয়ার্কের ওপর চাপ কম পড়বে এবং একবার ফোনে না পেয়ে মেসেজ রেখে দিলে বারবার ফোন করার প্রয়োজন হবে না। তবে এটি গ্রাহকের জন্য সহজে ব্যবহার উপযোগী করতে হবে।
রবি আজিয়াটার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহতাব উদ্দিন আহমেদ জানান, ইতিমধ্যে তাঁদের ১২ লাখ গ্রাহক এ সেবা নিচ্ছেন। ভবিষ্যতে এ সেবা নিয়ে প্রচারণা চালানোর কথাও জানান তিনি।
বিটিআরসি সচিব সরওয়ার আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিটিআরসি ভাইস চেয়ারম্যান আহসান হাবিব খান, বাংলালিংকের এমডি ও সিইও এরিক অস, বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তা ও অন্যান্য অপারেটরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Related Articles
Back to top button