গুগল-ইউটিউব থেকে বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে বিশ্বের নামীদামী ব্র্যান্ডগুলো

তথাকথিত ইসলামিক স্টেট (আইএস), পশ্চিমা শ্বেতাঙ্গদের উগ্রবাদী সংগঠন ক্লু ক্ল্যাক্স ক্ল্যান, ডেভিড ডিউকের বিকৃত রুচির প্রচারণা-উস্কানিতে ভরপুর গুগল এবং ইউটিউব। এসব ভিডিওতে আবার বিশ্বের নামী-দামী ব্র্যান্ডের বিজ্ঞাপন দেখা যায়।
আর এতেই প্রতিষ্ঠানগুলো অস্বস্তিকর অবস্থায় পড়েছে। তাই গুগল থেকে নিজেদের বিজ্ঞাপন সরিয়ে নিচ্ছে ফরাসি ও ব্রিটিশ প্রতিষ্ঠানগুলো। নামী বিজ্ঞাপন নির্মাতা হাভাসের মতো এবার গুগল থেকে বিজ্ঞাপন সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেনের তিনটি ব্যাংক।
উগ্রবাদী, ধর্ষকগোষ্ঠীর প্রচারণা ভিডিওতে নিজেদের বিজ্ঞাপন প্রচার ঠেকাতে নড়েচড়ে বসেছে এইচএসবিসি , লয়েডস এবং রয়্যাল ব্যাংক অব স্কটল্যান্ড। গুগল থেকে তাই ব্যাংকগুলো নিজেদের বিজ্ঞাপন প্রত্যাহার করেছে।
নিজেদের টাকায় উগ্রবাদীদের পকেট ভারী হচ্ছে এমন উদ্বেগ থেকেই এ সিদ্ধান্ত তাদের। একই দুশ্চিন্তায় এরইধ্যে গুগল ছেড়েছে বিশ্বখ্যাত খাবার ব্র্যান্ড ম্যাকডোনাল্ড ছাড়াও লরিয়েল, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান অডি। এমনকি গুগল-ইউটিউব থেকে নিজেদের প্রচারণা সরিয়ে নিয়েছে বিবিসি, চ্যানেল ফোর এবং দ্য গার্ডিয়ানের মতো নামী গণমাধ্যম।
অনলাইনে প্রচারিত মোট বিজ্ঞাপনের ৩৫ শতাংশই নিয়ন্ত্রণ করে মার্কিন টেক জায়ান্ট গুগল। তবে বড় বড় প্রতিষ্ঠানগুলো নিজেদের ইমেজ বাঁচাতে বিজ্ঞাপন প্রত্যাহার শুরু করায় ধ্স নামতে পারে গুগলের ১০৯ বিলিয়ন ডলারের সম্পদের পাহাড়ে।