পার্বত্য চট্রগ্রাম

জীবন নগরে নতুন পর্যটন কেন্দ্র উদ্বোধন করলেন ডিসি

Image result for নীল দিগন্ত বান্দরবান

বান্দরবানে থানচি, রুমা ও লামা উপজেলার ত্রি-সীমান্তে জীবন নগর নামক স্থানে নতুন পর্যটন কেন্দ্র উদ্বোধন করেন বান্দরবানের জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক।
শনিবার বিকাল ৪টায় উদ্বোধনের মাধ্যমে পর্যটন কেন্দ্রটির নতুন সূচনা করা হলো। পর্যটন কেন্দ্রটির নামকরণ করা হয়েছে ’নীল দিগন্ত’। থানচি উপজেলা প্রশাসন ও পরিষদের যৌথ উদ্যোগে এই পর্যটন কেন্দ্রটি নির্মিত হয়েছে।
উদ্বোধনের সময় জেলা প্রশাসক দিলিপ কুমার বণিক ছাড়াও অফিস প্রোগ্রামার ফরিদুল আলম, ম্যাজিস্ট্রেট সর্ব বিদ্যা, মিকি মারমা, উপজেলা চেয়ারম্যান ক্যহ্লাচিং মারমা, নির্বাহী অফিসার মোহাম্মদ জাহাঙ্গির আলম, ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা, বান্দরবান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পূর্বকোণ প্রতিনিধি মিনারুল হক উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, পার্বত্য অঞ্চলে পর্যটক যে হারে বৃদ্ধি পাচ্ছে, তাই পর্যটকদের উৎসাহিত করার জন্য থাকা খাওয়ার সুবিধাসহ সরকারের পক্ষে অন্যান্য সুযোগ-সুবিধা সৃষ্টির লক্ষ্যে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।

Back to top button