প্লাবিত এলাকা ছেড়ে যাচ্ছে চট্টগ্রামের লাখো মানুষ


চট্টগ্রামের যেসব এলাকা জোয়ারের সঙ্গে সঙ্গে পানিতে প্লাবিত হয় সেসব এলাকা থেকে সাধারণ মানুষ অন্যত্র চলে যেতে শুরু করেছে। এর ফলে এখানকার ছোট বড় অনেক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে গেছে। আবার জীবিকার তাগিদে এর মধ্যেই ব্যবসা প্রতিষ্ঠান সরিয়ে নিচ্ছেন কেউ কেউ।

তবে এমন পরিস্থিতির উন্নতি না হলে পানির নিচে থাকা দোকানপাট যেগুলো রয়েছে সেগুলোও থাকবে না বলে ব্যবসায়ীরা জানিয়েছেন।

সাধারণ সময়ে চট্টগ্রামের প্রধান বাণিজ্যিক এলাকা আগ্রাবাদ-এক্সেস রোডের পুরো এলাকা পানিতে ডুবে না থাকলেও ভাঙ্গা রাস্তার কারণে এলাকাবাসিকে দুর্ভোগ পোহাতে হয়। কিন্তু এ চিত্রটির পরিবর্তন হয় জোয়ারের সময়। তখন আর এসব এলাকায় বোঝার উপায় থাকেনা এটি রাস্তা নাকি নদী। দিনে ৪ থেকে ৫ ঘন্টা পুরোপুরি প্লাবিত হয়ে থাকে এসব অঞ্চল।

প্রায় একই রকম চিত্র থাকে নগরের অন্যান্য এলাকার যেখানে জোয়ার ও বৃষ্টির পানিতে প্লাবিত হয়।

এলাকাবাসী জানিয়েছে, এসব এলাকার আবাসিক ভবনগুলোর দ্বিতীয় তলাই এখন নিচতলা হয়ে গেছে। এমন দুর্ভোগের কারনে ভাড়াটিয়ারা অন্যত্র চলে যাচ্ছে। ফলে বেচা–বিক্রি একেবারে নেই বলেই জানান ব্যবসায়ীরা।

এছাড়া এমন দুর্ভোগে এখনও যারা রয়েছেন, তাদের প্রতিদিনই বাড়তি কয়েকগুন বেশি টাকা গুনতে হচ্ছে যাতায়াতের জন্য