আন্তর্জাতিক

পাকিস্তানের সামরিক শিল্পের ভিত্তি ভারতের চেয়ে ভাল: জেনারেল সারথ চাঁদ

Image result for india

ভারতে ভাইস চিফ অফ আর্মি স্টাফ (ভিওসিএএসএ) লেফটেন্যান্ট জেনারেল সারথ চাঁদ বলছেন, পাকিস্তানের সামরিক শিল্পের ভিত্তি “ভারতের চেয়ে ভাল”।
টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, ভারতের নিজস্ব অস্ত্র-কারখানার কর্মক্ষমতার তীব্র সমালোচনা করতে গিয়ে জেনারেল সারথ চাঁদ একথা বলেন। ভারতের দৈনিকটির রিপোর্ট অনুসারে চাঁদ বলেছেন, “প্রতিরক্ষা উৎপাদন সংশ্লিষ্ট বিষয় তুলনা করলে ভারতের প্রতিরক্ষা শিল্প পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে। এমনকি আমরা যা করছি তা থেকে স্পষ্টভাবে আরও বেশী প্রতিরক্ষা সরঞ্জাম বিদেশে রপ্তানি করে তারা।”

ভারতীয় সেনাবাহিনী ও ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি কনফেডারেশন কর্তৃক আয়োজিত দুই দিনের ‘এ্যামিকন ২০১৭’ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ভাষণকালে চাঁদ বিশেষ করে পরিবর্তিত প্রযুক্তি সঙ্গে খাপ খাওয়াতে না পারার কারণে এবং যথেষ্ট গবেষণা ও উন্নয়ন উদ্যোগ গ্রহণ না করার জন্য ভারতের অস্ত্র-কারখানাগুলোর সমালোচনা করেন। টাইমস অফ ইন্ডিয়া রিপোর্টে বলা হয়, চাঁদ মনে করেন কারখানাগুলির এরকম নিম্ন কর্মক্ষমতা “জবাবদিহির অভাব” থেকে তৈরি হয়েছে।

south asia monitor

Back to top button