বিজ্ঞান-প্রযুক্তি

বাড়িয়ে নিন আইফোনের গতি

অ্যাপলের আইফোন জনপ্রিয় ফোনগুলোর মধ্যে অন্যতম। সঠিক ভাবে অ্যাপস বন্ধ না করা হলে এই ফোনটিও ধীর হয়ে যেতে পারে। যখন আপনার প্রিয় আইফোনটি আপনার মন মতো কাজ করবে না তখন আপনি নিজেই বাড়িয়ে নিতে পারেন এর গতি।

প্রথমে অ্যাপ স্টোরে যান। এবার নিচে থেকে যে কোনো একটি বাটনে প্রেস করুন। একই বাটন পরপর ১০বার প্রেস করুন। এরপর আপনি একটি ব্ল্যাঙ্ক স্ক্রিন দেখতে পাবেন। ব্যাস, হয়ে গেল। আপনি আপনার অ্যাপ স্টোরের ক্যাচ রিসেট করতে পেরেছেন।  আপনার আইফোনের সাময়িক স্টোরেজ খালি হওয়ার কারণে আপনার অ্যাপস ধীরে কাজ করছিল এবং আপনার অ্যাপস স্টোর আপডেট হচ্ছিল না।

কয়েকটি আইফোনে এই পরীক্ষা করে দেখেছে ইন্ডিয়া টাইমস। ১০ বার ক্লিকের এই কাজ আইফোন স্টোর ( আইটোনস, আইবুকস এবং অ্যাপ স্টোর) এ কাজ করবে। এই কৌশলটি অ্যাপলের ওয়াচ অ্যাপের জন্যও প্রযোজ্য যদি পডকাস্ট, মিউজিক, গেম সেন্টার, আইম্যাসেজ অথবা ফোন কাজ না করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button