গতকাল সর্বনিম্ন রাজশাহীতে ৮.২ ডিগ্রী সেলসিয়াস

দেশের কোনো কোনো অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ কেটে যেতে পারে। এছাড়া দেশের উত্তরাঞ্চলসহ সারাদেশে দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, মাদারীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ, সীতাকুন্ড, বরিশাল ও ভোলা অঞ্চলসহ খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকা থেকে প্রশমিত হতে পারে।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল (রোববার) সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে ২৭.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন রাজশাহীতে ৮.২ ডিগ্রী সেলসিয়াস।