শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্ন ফাঁসের প্রতিবাদে মানববন্ধন

ধারাবাহিকভাবে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত চিহ্নিত ও বিচারের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আজ বুধবার এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদের পদত্যাগও দাবি করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিল আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুণ মুণ্ডার, দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, সাবেক সভাপতি বিভূতিভূষণ মাহাতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হেমন্ত মাহাতো, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক আপেল মুণ্ডা, দপ্তর সম্পাদক পলাশ পাহান, অর্থ সম্পাদক অনিল রবিদাস, সদস্য হেমন্ত তির্কী প্রমুখ।
সংহতি জানিয়ে বক্তব্য দেয়, কলাম লেখক প্রশান্ত কুমার সাহা, নবজাগরণ ছাত্র সমাজের উপদেষ্টা তামিম সিরাজী, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ রাজশাহী জেলা সভাপতি রঘুনাথ রবিদাস প্রমুখ।
বক্তারা বলে, এসএসসিসহ সকল একাডেমিক পরীক্ষা এবং নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বন্ধে ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ। এ জন্য সরকারই দায়ী। সরকারের শিক্ষামন্ত্রী কোনো পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারছে না। সরকার তার দুর্নীতিবাজ আমলাদের নিয়ন্ত্রণ করতে পারছে না। এ কারণে প্রতিটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে।
বক্তারা শিক্ষাক্ষেত্রে দুর্নীতি ও প্রশ্নপত্র ফাঁস বন্ধ করতে ব্যর্থ হওয়ায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের পদত্যাগ দাবি করে। সেইসঙ্গে অবিলম্বে বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মূল হোতাসহ জড়িতদের চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।