দেশের সংবাদপার্বত্য চট্রগ্রাম

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন মিয়ানমারে নির্যাতন-নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের কথা শুনতে ও বাস্তব পরিস্থিতি দেখতে শনিবার দুপুরে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্প পরিদর্শন করে।

বরিস জনসন ক্যাম্পে অবস্থানরত রোহিঙ্গাদের সঙ্গে আলাপ করে এবং ক্যাম্পের ইউএনএইচসিআর ও আইওএমসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করে।

আজ শনিবার সোয়া ১২টায় বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। বিকেলে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী কক্সবাজার আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে।

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লাক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিল। বাংলাদেশ থেকে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আজই মিয়ানমারে যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Back to top button