ভাষানটেক বস্তিতে আগুন

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। তাদের সহযোগিতা করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয়রা। ভাষানটেক বাজার অংশের বস্তিতে বেশীর ভাগই ছিল কাঠের আসবাবপত্রের দোকান। কিছু কাপড়ের দোকান ও বসতবাড়িও ছিল বলে জানা গেছে।

প্রায় দেড়শর মতো ঘর ছিল সেখানে। পাশের একটি মাদ্রাসাসহ পুড়ে গেছে সব। কাঠের আসবাবপত্রের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা তাৎক্ষণিক-ভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস আরও জানিয়েছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর বলা যাবে।