দেশের সংবাদ
ইংরেজিতে লেখা সাইনবোর্ড উচ্ছেদে অভিযান : ডিএনসিসি

ইংরেজিতে লেখা সব সাইনবোর্ড উচ্ছেদে অভিযান চালাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার সকাল ১১টার সময় সংসদ ভবনের দক্ষিণ-পশ্চিম দিকের আসাদ গেট সড়কে উচ্ছেদ অভিযান চালায় ডিএনসিসি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম অজিউর রহমান এ অভিযানে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানের ইংরেজি সাইনবোর্ড উচ্ছেদ করে জরিমানা আদায় করে। অভিযানে কেবল যেসব সাইনবোর্ডে শতভাগ ইংরেজি লেখা সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। তবে বাংলার পাশাপাশি যারা ইংরেজি লিখেছে তাদের সাইনবোর্ড এ অভিযানের আওতামুক্ত থাকছে।