দেশের সংবাদ

বেনাপোল সীমান্তে ৩২ বাংলাদেশি আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড

বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে পারাপারের সময় ৩২ বাংলাদেশিকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যারা। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

আটককৃতদের মধ্যে ১২ জন পুরুষ, ১০ জন নারী ও ১০ শিশু রয়েছে। এদের বাড়ি খুলনা, ঢাকা, নারায়ণগঞ্জ ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ২১ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর পর্যন্ত দু’টি অভিযানে বেনাপোলের পুটখালী ও দৌলতপুর মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি সদস্যারা তাদের আটক করে।

২১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম বাংলানিউজকে জানান, তাদের কাছে গোপন খবর আসে বেনাপোল সীমান্তে একদল নারী-পুরুষকে পাচারকারীরা পার করানোর জন্য জড়ো করছে। পরে বিজিবি ওই সব এলাকায় অভিযান চালালে পাচারকারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৩২ জন বাংলাদেশিকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।

Back to top button