খালেদা জিয়ার আইনজীবীরা মিথ্যা বলেছে : আইনমন্ত্রী

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ের সত্যায়িত অনুলিপি ইচ্ছে করে দেরিতে দেয়া হচ্ছে খালেদা জিয়ার আইনজীবীদের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেছে আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলে, ‘খালেদা জিয়ার আইনজীবীরা মিথ্যা বলছে। ৬৩২ পৃষ্ঠার রায়ের কপি টাইপ করতে যুক্তিসঙ্গত যতটুকু সময় লাগে ততটুকু সময় শেষেই কপি পাবে তারা। এর এক মিনিটও দেরি হবে না। এতে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।’

আইনমন্ত্রী আরো বলেছে, ‘খালেদা জিয়াকে আর কোনো মামলায় শ্যোন এরেস্ট দেখানো হয়নি। কোনো মামলায় শ্যোন এরেস্ট দেখানো হবে না।’ খালেদা জিয়ার আইনজীবীরা জামিনের জন্য জজকে জিম্মি করেছে বলেও আইনমন্ত্রী মন্তব্য করে। এর আগে তিনি আখাউড়া উপজেলা যুবলীগ আয়োজিত আনন্দ র‌্যালিতে অংশ নেয়।