দেশের সংবাদপার্বত্য চট্রগ্রাম

রোহিঙ্গা ক্যাম্পে ১১ বিদেশি নাগরিক আটক

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে প্রবেশের সময় নারীসহ ১১ বিদেশি নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের দিয়েছে র‌্যাব। ওই সময় তাদের কাছে পাসপোর্ট ছিল না।

শুক্রবার দুপুর আড়াইটার দিকে উখিয়া ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকায় ত্রাণ কেন্দ্রের সামনে থেকে তাদের আটক করা হয় বলে উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের জানায়।

ওসি জানায়, আটকদের মধ্যে রয়েছে যুক্তরাজ্যের দুইজন, নেদারল্যান্ডসের একজন, তুরস্কের একজন, দক্ষিণ কোরিয়ার একজন, কেনিয়ার একজন, ইতালির দুইজন, ব্রাজিলের একজন, বেলজিয়ামের একজন ও নরওয়ের একজন।

ওসি খায়ের বলেছে, ত্রাণ কেন্দ্রের সামনে এই বিদেশি নাগরিকদের দেখে র‌্যাবের একটি টহলদল সন্দেহজনক মনে করায় তাদের পরিচয় জানতে চায়।

“এ সময় তারা পাসপোর্ট দেখাতে না পারায় আটক করে জিজ্ঞাসাবাদের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

এদের মধ্যে কেউ ঢাকায়, কেউ কক্সবাজারে অবস্থান করছে বলে পুলিশকে জানিয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় ওসি।

Back to top button