অর্থ-বাণিজ্য

পোশাক শ্রমিকদের উপযুক্ত মজুরি না দিয়ে উন্নয়নশীল দেশের স্বীকৃতি লজ্জার বিষয়

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা অবিলম্বে নির্ধারণের দাবি জানিয়েছে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক নেতারা। তারা বলেছে, শ্রমিকদের বাঁচার মতো মজুরি না দিয়ে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি লজ্জার বিষয়।

শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির মানববন্ধনে নেতারা এসব কথা বলে। তারা বলেছে, যে গার্মেন্টস শ্রমিকরা বৈদেশিক মুদ্রা অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাদের বঞ্চিত ও অভুক্ত রেখে কোনোভাবেই উন্নয়ন টেকসই হবে না। শ্রমিকদের উপযুক্ত মজুরি শিল্পে এক ধরনের বিনিয়োগ।

মানববন্ধনে বক্তারা গার্মেন্টস কারখানায় নিরাপদ কর্মপরিবেশ, গণতান্ত্রিক শ্রম আইন প্রণয়ন, কথায় কথায় শ্রমিক ছাঁটাই বন্ধ এবং গার্মেন্টস শ্রমিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে।

তারা বলেছে, মালিক ও সরকার শ্রমিকদের কাছ থেকে কেবল উৎপাদন চায়, কিন্তু তাদের অধিকার দেয় না।

সংগঠনের সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বিপ্লবী কৃষক সংহতির সাধারণ সম্পাদক মুকলেছুর রহমান, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ, কেন্দ্রীয় নেতা মোজাম্মেল হক, মো. আব্দুল্লাহ, মো. মুকুল মিয়া, সাইফুল ইসলাম প্রমুখ।

Back to top button