আন্তর্জাতিক

সন্ত্রাসী ইসরাইলের দুঃসাহসের জন্য সামরিক সংঘাত শুরু হতে পারে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় যে সামরিক হামলা চালিয়ে বিপজ্জনক দুঃসাহস দেখাচ্ছে এবং এজন্য গোটা মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাত শুরু হতে পারে।
সুইডয়েশ জেইতুং পত্রিকাকে বুধবার দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরাইলের পক্ষ থেকে দুঃসাহস দেখানো হচ্ছে এবং দুঃসাহস সবসময় বিপজ্জনক।’ জাওয়াদ জারিফ আরো বলেন, সিরিয়া সরকারের আমন্ত্রণে ইরান সেখানে সামিরক উপদেষ্টা পাঠিয়েছে, কিন্তু ইহুদিবাদী ইসরাইল মাঝেমধ্যেই লেবানন ও সিরিয়ার আকাশসীমা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে।
ইরান ও ইসরাইলের মধ্যে সামরিক সংঘাতের বিষয়ে জানতে চাইলে জাওয়াদ জারিফ বলেন, ‘আমি মনে করি না এটা হতে যাচ্ছে, তবে আমরা সাম্ভাবনা একদম নাকচও করছি না।’
এর আগে, জার্মানির মিউনিখ শহরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলনে জারিফ বলেছেন, ইসরাইল যুদ্ধ শুরুর চেষ্টা করছে এবং ইসরাইল ও আমেরিকার তৎপরতার কারণে মধ্যপ্রাচ্যে সামরিক সংঘাতের আশংকা জোরদার হচ্ছে। সে সময় তিনি আরো বলেছিলেন, ইরানে হামলা করলে তা হবে আত্মঘাতী।

Back to top button