শেয়ারবাজার

দুই ঘণ্টায় ২৩৮ কোটি টাকা লেনদেন ডিএসইতে

সপ্তাহের দ্বিতীয় দিন প্রথম দুই ঘণ্টায় সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছে পুঁজিবাজারে।

সোমবার বেলা ১২টা ৩২ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২৩৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৬টির, কমেছে ১০৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

এসময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭০৪ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ২ দশমিক ৪৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২২ পয়েন্টে। ডিএস৩০ সূচক ২ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৬১ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ৯ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৮০ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৮৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির।

Back to top button