দেশের সংবাদ

কোটা ব্যবস্থার সংস্কারের দাবিতে শাহবাগে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি চাকুরিপ্রার্থীরা

ঢাকার বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী রোববার দুপুরের আগে জাতীয় জাদুঘরের সামনে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার পরিষদ’ এর ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেয়।

নিজেদের পাঁচ দফা দাবি তুলে ধরে তারা স্লোগান দেয়- ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘আমাদের দাবি, কোটা সংস্কার’।

আন্দোলনকারীদের সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি হাসান আল মামুন জানায়, “আমরা কোটা বাতিল নয়, বরং কোটা পদ্ধতির সংস্কার চাই। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আর্জি, তিনি যেন কোটা কমিয়ে এনে মেধাবীদের সুযোগ করে দেয়।”

৫ দফা দাবি

>> সরকারি নিয়োগে কোটার পরিমাণ ৫৬ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা

>> কোটার যোগ্য প্রার্থী না পেলে শূন্যপদে মেধায় নিয়োগ

>> কোটায় কোনো ধরনের বিশেষ নিয়োগ পরীক্ষা না নেওয়া

>> সরকারি চাকরির ক্ষেত্রে অভিন্ন বয়সসীমা

>> নিয়োগপরীক্ষায় একাধিকবার কোটার সুবিধা ব্যবহার না করা

আন্দোলনকারীরা বেলা সোয়া ১২টার দিকে মিছিল নিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেয়। সেখানে তারা তাদের ৫ দফা দাবি তুলে ধরে। বেলা পৌনে ১টার দিকে কর্মসূচির সমাপ্তি টানার আগে আগামী ১৪ মার্চ সারাদেশে সকল বিশ্ববিদ্যালয়, কলেজ, ও জেলায় জেলায় ডিসি অফিসের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়।

Back to top button