সামাজিক গণমাধ্যম

সামাজিক যোগাযোগ মাধ্যম উইচ্যাটের ব্যবহারকারী ১০০ কোটি

ব্যবহারকারীর দিক থেকে এখন তৃতীয়স্থানে সামাজিক যোগাযোগ মাধ্যমে উইচ্যাটের অবস্থান।

ইতিমধ্যেই চীনের এই সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাপসটি ১০০ কোটির মাইলফলক পার করেছে। উইচ্যাটের মূল প্রতিষ্ঠান টেনসেন্টের প্রধান নির্বাহী পনি মা সোমবার এ তথ্য জানায়।

পনি মা জানায়, বিশ্বব্যাপী মাসিক হিসাবে ১০০ কোটির মাইলফলক স্পর্শ করেছে উইচ্যাট। ভবিষ্যতে আরও কারিগরি উদ্ভাবন যুক্ত করার কথাও জানায় পনি মা। বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগের মাধ্যম হিসেবে সবচেয়ে বেশি ব্যবহারকারী ফেসবুকের।

ফেসবুকের সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ২১০ কোটি। এরপরই রয়েছে হোয়াটসঅ্যাপ। যার ব্যবহারকারী ১৫০ কোটি।

Back to top button