দেশের সংবাদ

বুড়িগঙ্গা নদীর তীরের ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার কেরানীগঞ্জে চরমীরেরবাগ এলাকায় বুড়িগঙ্গা নদী ভরাট করে গড়ে তোলা ফারহান ডক ইয়ার্ড ও তুষার ডক ইয়ার্ড নামের দুটি প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান চালিয়েছে বিআইডাব্লিউটিএ। আজ শুক্রবার অভিযানে দুটি ডক ইয়ার্ড ছাড়াও নদীর তীরে গড়ে ওঠা ছোটবড় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বিআইডাব্লিউটিএ’র যুগ্ম পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের নেতৃত্বে উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিল উপ-পরিচালক মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান। নৌপুলিশ ও আনসার সদস্যরা উচ্ছেদ অভিযানে সহযোগিতা করে।

ঢাকা নদীবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, মীরেরবাগ এলাকায় তীর ও নদী ভরাট করে গড়ে উঠেছিল ফারহান ডক ইয়ার্ড ও তুষার ডক ইয়ার্ড। ভরাটের পর সেখানে ডক ইয়ার্ডের ওয়ার্কশপ, স্টোর রুমসহ বিভিন্ন পাকা স্থাপনা নির্মাণ করা হয়। আজ শুক্রবারের অভিযানে এসব পাকা ভবন ভেঙে দেওয়া হয়েছে।

বিআইডাব্লিউটিএ ঢাকা নদী বন্দরের উপ-পরিচালক মিজানুর রহমান জানান, দুটি ডক ইয়ার্ড ছাড়াও ৩০টির মতো ছোট বড় ঝুপড়ি ঘর, টং ঘর, আধাপাকা ঘর উচ্ছেদ করা হয়েছে। তিনি আরো জানায়, ভরাটকৃত এসব জায়গা অচিরেই খনন করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নেওয়া হবে।

Back to top button