জাতীয়
পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় গিয়েছেন প্রেসিডেন্ট ।

পদ্মাসেতুর সার্বিক অগ্রগতি দেখতে প্রকল্প এলাকায় পৌঁছেছেন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ।
সোমবার (২ এপ্রিল) দুপুর পৌনে ২টায় প্রেসিডেন্ট হেলিকপ্টারে করে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি সার্ভিস এরিয়া-১ এ পৌঁছান।
সেখানে পৌঁছার পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর তিনি মাওয়া কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড পরিদর্শন করবেন।
বিকেল ৩টার দিকে পদ্মা নদীতে সিবোটে করে সেতুর কাজ ঘুরে দেখবেন তিনি। জাজিরা প্রান্তে তিনটি স্প্যান বসানোর মাধ্যমে সেতুর যে ৪৫০ মিটার দৃশ্যমান, তা তিনি ঘুরে দেখবেন।
এরপর শরীয়তপুর নাওডোবার সার্ভিস এরিয়া-২ এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন রাষ্ট্রপতি। সেখানেই রাত্রিযাপন করবেন তিনি।
প্রেসিডেন্ট মঙ্গলবার (৩ এপ্রিল) সকালে নাস্তা করে হেলিকপ্টারে করে ঢাকার উদ্দেশে রওনা হবেন।