দেশের সংবাদ

বৈশাখ উপলক্ষে ডিএমপির নির্দেশনা

Related image

অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বৈশাখী উদযাপনের অনুষ্ঠান ও মেলায় পান্তা-ইলিশ বা অন্য খাবার গ্রহণের আগে মান পরীক্ষার পাশাপাশি মূল্য সম্পর্কে সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আগামী ১৪ এপ্রিল, বাংলা ১৪২৫ নববর্ষ উদযাপন উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে ডিএমপি এ কথা জানায়।

ডিএমপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানায়, প্রতিবছর বৈশাখ উদযাপনের অনুষ্ঠানে অনেকে দাম না জিজ্ঞেস করে পান্তা-ইলিশ খায়। এরপর বিল দেখে অসন্তুষ্ট হয়। বিগত বছরগুলোতে রমনা বটমূলসহ বিভিন্ন স্থানে পান্তা ইলিশের দাম নিয়ে ক্রেতা-বিক্রেতার মধ্যে অনেক বাকবিতণ্ডা হয়েছে। কোনো কোনো ক্ষেত্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের হস্তক্ষেপ করতে হয়েছে। এ ধরনের ছোট-খাটো ঘটনায় পুলিশ ব্যস্ত থাকলে নানা নিরাপত্তা হানি ঘটতে পারে। এ কারণে ডিএমপি ঢাকাবাসীকে পান্তা-ইলিশ নিয়ে বিশেষ পরামর্শ দিয়েছে।

ডিএমপির পরামর্শসমূহ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা পার্ক ও সোহরাওয়ার্দী উদ্যান ও পার্শ্ববর্তী এলাকা এবং রবীন্দ্র সরোবরে গাড়ি নিয়ে প্রবেশ থেকে বিরত থাকুন।
  • নিরাপত্তার স্বার্থে হ্যান্ড ব্যাগ, ট্রলি ব্যাগ, বড় ভ্যানিটি ব্যাগ, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি, পটকা, ক্ষতিকারক তরল, ব্লেড, দিয়াশলাই, গ্যাসলাইট ইত্যাদি বহন থেকে বিরত থাকুন।
  • মুখোশ পরিধান এবং বিজ্ঞাপনী স্টিকার বহন করে মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন না।
  • মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের ক্ষেত্রে চারুকলা ইনস্টিটিউটের স্বেচ্ছাসেবক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রোভার স্কাউট সদস্যদের পরামর্শ মেনে চলুন।
  • সন্দেহজনক কোনো ব্যক্তি বা বস্তু পরিলক্ষিত হলে তাৎক্ষণিক নিকটস্থ পুলিশকে অবহিত করুন।
  • আপনার সঙ্গে থাকা শিশুর পকেটে চিরকুটে আপনার বাসার ঠিকানা ও প্রয়োজনীয় মোবাইল নম্বর লিখে রাখুন এবং হারিয়ে গেলে সাব-কন্ট্রোল রুমে স্থাপিত ‘লস্ট এন্ড ফাউন্ড সেন্টার’ বা নিকটস্থ থানায় যোগাযোগ করুন। অনুষ্ঠানস্থলে আসার আগেই ঠিক করে রাখুন ভিড়ের মধ্যে হারিয়ে গেলে কোথায় পুনরায় মিলিত হবেন।
  • সন্ধ্যা ছয়টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদস্য নন, এমন ব্যক্তি ক্যাম্পাসে অবস্থান করবেন না।
  • সব অনুষ্ঠানস্থলে ধূমপান হতে বিরত থাকুন।
  • ভূভূজেলা (বিশেষ প্রকার বাঁশি) বাজানো, বিক্রয় ও বহন থেকে বিরত থাকুন।
  • কোন কারণে পুলিশের সহযোগিতা প্রয়োজন হলে রমনা পার্ক, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল এলাকায় অবস্থিত সাব-কন্ট্রোলরুম, কেন্দ্রীয় পুলিশ কন্ট্রোলরুম, রমনা, শাহবাগ, ধানমন্ডি, রামপুরা, বাড্ডা, গুলশান ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় যোগাযোগ করুন

Back to top button