শিক্ষা

জবিতে প্রথমবারের মতো ‘উন্মুক্ত পাঠাগার’ উদ্বোধন

Image result for জবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রথমবারের মতো ‘উন্মুক্ত পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। সোমবার কলা ভবনের নিচতলায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা সংশ্লিষ্ট সংস্থা, সাধারণ শিক্ষার্থীরা তাদের পঠন-পাঠনের কাজে উন্মুক্ত পাঠাগারটি ব্যবহার করতে পারবেন। বিভাগীয় পরীক্ষার দিন ব্যতীত প্রতিদিন দুপুর ১টা হতে রাত ৮টা পর্যন্ত পাঠাগার খোলা থাকবে। বিভাগীয় পরীক্ষার দিন বিকাল ৪টা হতে তা উন্মুক্ত থাকবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, গ্রন্থাগারিক মো. এনামুল হক, পরীক্ষা নিয়ন্ত্রক এ কে এম আক্তারুজ্জামান, বিভিন্ন বিভাগের শিক্ষক, বাংলাদেশ ছাত্রলীগ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং জবি সাংবাদিক সমিতির প্রতিনিধিরা।

উল্লেখ্য, জবি ছাত্রলীগ দায়িত্ব গ্রহণের পর ছাত্রদের অধিকার আদায়ে প্রশাসনের কাছে ১১ দফা দাবি প্রস্তাব করে। সেই দাবির প্রেক্ষিতে উন্মুক্ত পাঠাগার চালু করে প্রশাসন।

Back to top button