শক্তিমান চাকমার হত্যাকারীদের বিচারের দাবি

বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা পরিষদের চেয়ারম্যান শক্তিমান চাকমার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তরা বলেন, শক্তিমান চাকমাকে দিনে-দুপুরে গুলি করে হত্যা করা হয়েছে। সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর এ ধরনের নির্মম হত্য, হামলা, নির্যাতন, নিপীড়ন অব্যাহত থাকলে ভবিষ্যতে সংসদ নির্বাচনে ভোটদানে তারা নিরুৎসাহিত হয়ে পড়বে, এমনকি অংশগ্রহণ করবে কিনা তা তারা ভেবে দেখতে বাধ্য হবেন।
অবিলম্বে শক্তিমান চাকমার হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানিয়ে বক্তারা বলেন, সুষ্ঠু বিচার হলে ভবিষ্যতে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তির সাহস পাবে না। তাই অবিলম্বে এর বিচার করতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি নির্মল চ্যাটার্জি, সাধারণ সম্পাদক রমেন মণ্ডল,
ঢাকা মহানগরীর সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট দীপ্তিষ চন্দ্র হালদার প্রমুখ।