আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের বাঁচাতে আন্তর্জাতিক বাহিনী গড়তে চায় ওআইসি

Related image

ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) বৈঠকে মুসলিম রাষ্ট্রের নেতারা ফিলিস্তিনকে রক্ষা করতে আন্তর্জাতিকভাবে গঠিত বাহিনী সেখানে মোতায়েন করার কথা বলেছেন। গত এক সপ্তাহে ইসরায়েলি স্নাইপারের গুলিতে ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহতের পর ওআইসির বৈঠকে তারা এ ধরনের কথা বলেন।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেন, ইসরায়েল গাজায় যে নারকীয় হত্যাকাণ্ড চালিয়েছে সেজন্য অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। ইসরায়েলকে মোকাবিলা করতে মুসলিম বিশ্বের নেতাদের এক হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি।

ইস্তাম্বুলে ওআইসির ওই অনুষ্ঠিত বৈঠকে অন্যতম এজেন্ডা ছিল, যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আভিভ থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে আসার জেরে ইসরায়েলি সহিংসতার ব্যাপারে করণীয় সম্পর্কে আলোচনা করা।

প্রসঙ্গত, গত সোমবার ইসরায়েলি সেনাদের গুলিতে গাজায় অন্তত ৬২ জন ফিলিস্তিনি নিহত হন। গত ৩০ মার্চের পর থেকে চলা বিক্ষোভে এখন পর্যন্ত একশ ছয় জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে ১৫ জন শিশুও রয়েছে। এছাড়া ১২ হাজারের বেশি ফিলিস্তিনি অাহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন তিন হাজার পাঁচশ ফিলিস্তিনি।

Back to top button