আন্তর্জাতিক

ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’: এরদোয়ান

Image result for ফিলিস্তিনি

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের যে নৃশংস গণহত্যা চালিয়েছে তা ‘রাষ্ট্রীয় সন্ত্রাস’। এসময় তিনি ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে এবং দেশটিকে মোকাবেলায় মুসলিম বিশ্বের নেতাদের প্রতি আহ্বান জানান।

ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) এক জরুরি বৈঠকে শুক্রবার তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানিয়ে এ মন্তব্য করেন।

ওআইসির জরুরি ওই বৈঠকে এরদোয়ান বলেন, হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলকে অবশ্যই জবাবদিহিতার মুখোমুখি হতে হবে। যা বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে এবং এশিয়া থেকে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা পর্যন্ত ব্যাপক প্রতিবাদ দেখিয়েছে।

ইস্তাম্বুলে ওআইসি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিদের উদ্দেশে এরদোয়ান আরও বলেন, ‘ইসরায়েলি সন্ত্রাসীদের বিরুদ্ধে গণহত্যার দায়ে ব্যবস্থা নিয়ে বিশ্বকে দেখাতে হবে যে, এখনও মানবতা মরে যায়নি।’

উল্লেখ্য, গত সোমবার তেলআবিব থেকে জেরুজালেমে মার্কিন দূতাবাস স্থানান্তরের ঘটনায় গাজা উপত্যকায় ব্যাপক বিক্ষোভ করেন ফিলিস্তিনিরা। এসময় ইসরায়েলি বাহিনীর গুলি ও টিয়ারসেলে অন্তত ৬২ ফিলিস্তিনির প্রাণহানি ঘটে। এ সংঘাতে আড়াই হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়।

Back to top button