আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিক্ষোভ

Image result for বাহরাইন

বাহরাইনে মার্কিন সেনা উপস্থিতির বিরুদ্ধে বিশাল বিক্ষোভ হয়েছে। দেশটিতে মোতায়েন মার্কিন মেরিন সেনা প্রত্যাহার ও মার্কিন নৌঘাঁটি বন্ধের দাবিতে বাহরাইন জুড়ে হাজার হাজার মানুষ এই বিক্ষোভ করেছেন।

রাজধানী মানামসহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন এবং তাদের হাতে ছিল নানা রকেমর প্ল্যাকার্ড ও ব্যানার-ফেস্টুন। এতে লেখা ছিল “আমাদের দেশ ছাড়।” এছাড়া, বাহরাইনের রাজতান্ত্রিক ও স্বৈরশাসক হামাদ বিন ঈসা আলে খলিফার প্রতি অব্যাহত সমর্থন দেয়ার জন্য বিক্ষোভকারীরা আমেরিকার নিন্দা জানিয়ে নানা স্লোগান দেন। বিক্ষোভকারীরা গাজায় ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর হত্যাকাণ্ডেরও নিন্দা জানান।

১৯৯৫ সাল থেকে বাহরাইনে রয়েছে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি এবং এ দেশটিতেই রয়েছে মার্কিন নৌবাহিনীর কেন্দ্রীয় কমান্ড। বাহরাইনের বেশিরভাগ জনগণ শিয়া মুসলমান কিন্তু দীর্ঘদিন ধরে সেখানে সৌদি আরবের অনুগত একটি রাজতান্ত্রিক সুন্নি পরিবার শাসন পরিচালনা করে আসছে। আলে খলিফার এ সরকার মার্কিন সরকারের প্রতি মারাত্মকভাবে নতজানু

Back to top button