আন্তর্জাতিক

নিন্মমুখী জ্বালানী তেলের দাম

Image result for জ্বালানী তেল

ওপেকভুক্ত দেশগুলোয় উৎপাদন বৃদ্ধির সম্ভাবনায় নিম্নমুখী হয়ে পড়েছে জ্বালানি তেলের বাজার। গতকাল পণ্যটির দাম কমেছে।

স্পট মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম কমেছে দশমিক ১৯ শতাংশ। এদিন পণ্যটি ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৬৫ ডলারে লেনদেন হয়। ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম কমেছে দশমিক ১৪ শতাংশ। এদিন পণ্যটি ব্যারেলপ্রতি ৭১ দশমিক ৭৪ ডলারে লেনদেন হয়।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ইরান ও ভেনিজুয়েলায় উৎপাদন কমার শঙ্কায় বাজার স্বাভাবিক রাখতে উৎপাদন হ্রাস চুক্তি পুনর্বিবেচনার কথা ভাবছে ওপেক। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপ ও ভেনিজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে নিকোলাস মাদুরোর বিজয়ে এ শঙ্কা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরই মধ্যে জ্বালানি তেলের দাম নিয়ে তার অসন্তোষের কথা জানিয়েছেন। চলতি বছরের শুরু থেকেই পণ্যটির বাজার চাঙ্গা আছে।

আগামী ২২ জুন ভিয়েনায় রাশিয়াসহ মিত্রদেশগুলোকে নিয়ে বৈঠকে বসবে ওপেক। এর আগের বৈঠকে দেশগুলো চলতি বছরজুড়ে উৎপাদন হ্রাস অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছিল। আগামী বৈঠকে এ চুক্তি পুনর্বিবেচনার বিষয়ে আলোচনা হতে পারে।

এক বিবৃতিতে এএনজেড ব্যাংক জানিয়েছে, বৈঠকে উৎপাদন হ্রাসের চুক্তি থেকে আগেভাগে বেরিয়ে যাওয়ার যে কোনো ইঙ্গিত পাওয়া গেলে তার প্রভাব জ্বালানি তেলের বাজারে পড়বে।

Back to top button