দেশের সংবাদ
নিজ কক্ষ থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার

ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামে তানিয়া আক্তার নামের এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত দশ টার দিকে তার নিজ কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রাতে ওই ছাত্রীর নিজ কক্ষে আড়ার সাথে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে খবর পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ধামরাই থানার উপ-পরিদর্শক (এস আই) মাসুদ মোল্লা সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের করা হবে।