দেশের সংবাদ
নাশকতা মামলায় জামায়াতের নেতাকে আদালতে হাজির

শেরপুর সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক শাহাদত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদরের বলাইয়েরচর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নাশকতা সৃষ্টির চেষ্টার অভিযোগে দায়েরকৃত মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে দুপুরে তাকে বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক তাকে জেলা কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
সদর থানার ওসি মো. নজরুল ইসলাম জামায়াত নেতা শাহাদত হোসেনকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি নাশকতার মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।