গোপন সংবাদের ভিত্তিতে অভিযান, ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সুপারি বাগান থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন হোটেল নেটংয়ের পাশে একটি সুপারি বাগান থেকে এগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহম্মদ আছাদুদ-জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মঙ্গলবার সকালে টেকনাফ স্থলবন্দর সংলগ্ন হোটেল নেটংয়ের পাশে একটি সুপারি বাগানে বিক্রির জন্য একটি ইয়াবা চালান মাটির ভেতর রাখা হয়েছে এমন গোপন সংবাদের খবর পেয়ে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এসময় মাটির ভেতর থেকে একটি বস্তা উদ্ধার করা হয়। পরে বস্তার ভেতর থেকে ১ লাখ পিস ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার দাম প্রায় তিন কোটি টাকা।
তিনি আরও বলেন, ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে এগুলো ধ্বংস করা হবে।