দেশের সংবাদ

নির্মাণাধীন ভবন থেকে পড়ে মালিকের মৃত্যু

Image result for মালিকের মৃত্যু

নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে খোরশেদ আলম (৫০) নামে এক ভবন মালিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ডবলমুরিং থানাধীন মগপুকুর পাড়ে এ ঘটনা ঘটে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত খোরশেদ আলম স্থানীয় মগপুকুর পাড়ের মোতালেব সওদাগর বাড়ির মৃত আবদুর রাজ্জাকের ছেলে।

আলাউদ্দিন তালুকদার বাংলা ট্রিবিউনকে বলেন, নির্মাণাধীন ভবনের চারতলায় শ্রমিকরা রঙের কাজ করছিল। বেলা সাড়ে ১১টার দিকে খোরশেদ আলম শ্রমিকদের জন্য নাশতা নিয়ে গেলে অসাবধানতাবশত চারতলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

Back to top button