আন্তর্জাতিক

১৪ আরোহী সহ রাশিয়ান সামরিক বিমান নিখোঁজ

Image result for রাশিয়ান বিমান

সিরিয়ায় রাডার থেকে হারিয়ে গেছে রাশিয়ার একটি সামরিক বিমান। এ সময় ওই বিমানে ছিলেন ১৪ জন মানুষ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বৃধবার সকালেই বলেছে, ১৪ জন আরোহী নিয়ে সিরিয়ায় রাডারের স্ক্রিন থেকে নিখোঁজ হয়েছে তাদের একটি সামরিক বিমান। ঘটনাটি এমন এক সময়ে ঘটেছে যখন সিরিয়ার বিভিন্ন স্থাপনায় আকাশ পথে হামলা চালাচ্ছে ইসরাইল ও ফরাসি বাহিনী।

যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা বলেছেন, ওয়াশিংটন বিশ্বাস করে মস্কোর মিত্র সিরিয়া সরকারের বিমান বিধ্বংসী হামলায় ভুল করে ওই বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে। রাশিয়া এ বিমানটি হলো আই১-২০ টারবো বিমান। ওদিকে সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়ায় বলা হয়েছে, বিমানটি যখন নিখোঁজ হয়েছে তখন সিরিয়ার উপকূলীয় শহর লাতাকিয়ায় শত্রুদের ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছিল।

এর জবাব দিয়েছে প্রতিরক্ষা বিষয়ক ব্যাটারি। মস্কো থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওই বিমানটি লাতাকিয়া প্রদেশে হেমিম বিমানঘাঁটিতে ফিরছিল সোমবার মস্কোর স্থানীয় সময় রাত প্রায় ১১টার দিকে। কিন্তু এটি রাডার থেকে হারিয়ে যায়। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা তাস সরকারের একটি বিবৃতিকে উদ্ধৃত করে জানিয়েছে, সিরিয়ার উপকূল থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ভূমধ্যসাগরের ওপরে ছিল বিমানটি। এর আরোহী ১৪ জনের কি অবস্থা হয়েছে তা জানা যায় নি। উদ্ধার অভিযান শুরু হয়েছে।

Back to top button