বান্দরবানের নাইক্ষংছড়িতে নির্মাণ হচ্ছে স্থলবন্দর

বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলার চাকঢালা ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা ঘুমধুমে শীঘ্রই নির্মাণ হচ্ছে দুটি স্থলবন্দর। বাংলাদেশের সাথে মিয়ানমারের বাণিজ্যিক সর্ম্পক বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নের নতুন সম্ভাবনা দেখে দেবে স্থলবন্দর দুটি চালু হলে।

স্থলবন্দর দুটি নির্মাণ হলে মিয়ানমারে উৎপাদিত নানা খাদ্য শস্য আমদানির পাশাপাশি বাংলাদেশ থেকে মিয়ানমারে রাবার ও রাবার দ্বারা প্রস্তুতকৃত সামগ্রী ,কাপড়, ভোগ্য পণ্য রপ্তানির সুযোগ সৃষ্টি হবে। বাংলাদেশ ও মিয়ানমারের বাণিজ্যিক সর্ম্পক বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নয়ন আরও এগিয়ে যাবে বলে মনে করছে স্থানীয়রা।

স্থলবন্দর নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত জায়গা পরিদর্শন ও স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় করেছেন নৌ-পরিবহণ মন্ত্রী শাহজাহান খান।

স্থানীয় বাসিন্দাদের প্রত্যাশা, বন্দর নির্মাণ হলে দুই রাষ্ট্রের মধ্যে সুসম্পর্কের সৃষ্টির পাশাপাশি গতি বাড়বে অর্থনীতির চাকার।