আন্তর্জাতিক

আন্তর্জাতিক বিচার আদালতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনি রাষ্ট্রের অভিযোগ

Image result for আন্তর্জাতিক বিচার আদালত

আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ফিলিস্তিনি রাষ্ট্রের একটি অভিযোগ তারা পেয়েছেন।

এতে বলা হয়েছে, ইসরাইলে মার্কিন দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরিয়ে নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। কাজেই জেরুজালেম থেকে এটা সরিয়ে নেয়া উচিত।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ওই অভিযোগ দেয়া হয়েছে বলে শুক্রবার জানিয়েছে আইসিজে।

অভিযোগে ফিলিস্তিনি কর্তপক্ষ বলেছে, ১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অনুযায়ী নিমন্ত্রণকারী রাষ্ট্রের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ নেই, এমন জায়গায়ই দূতাবাস স্থাপন করতে পারবে কোনো দেশ।

ইসরাইল সামরিক শক্তিতে জেরুজালেম দখলে রাখলেও শহরটির ওপর তেলআবিবের মালিকানা নিয়ে বিশ্বের বেশিরভাগ দেশেরই আপত্তি আছে।

এ যুক্তিতেই পবিত্র শহর জেরুজালেম থেকে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মিশন সরিয়ে নিতে আদেশ দিতে ফিলিস্তিন আইসিজের প্রতি অনুরোধও জানিয়েছে।

রয়টার্স জানিয়েছে, বিভিন্ন দেশের মধ্যে বিরোধ মেটাতে জাতিসংঘের এ আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) কাজ করে থাকে।

২০১২ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ফিলিস্তিনকে পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হয়। ইসরাইল ও তার মিত্র যুক্তরাষ্ট্রের অবশ্য তাতে সায় নেই।

Back to top button