আবহাওয়া

৪৬ ডিগ্রির উত্তাপে দেশ !

16
এবারের গ্রীষ্ম যেনো রুদ্র রোষে আবির্ভূত হয়েছে সারাদেশে। সূর্যের শরীর থেকে নির্গত তাপের মাত্রা বাড়ছে নিত্য দিনই। রোববার দুপুরে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজধানী ঢাকায়। তবে বাতাসে আদ্রতা কম থাকায় গরম অনুভূত হচ্ছে আরো বেশি। ৩৮ ডিগ্রি তাপমাত্রা কোথাও ৪২ ডিগ্রি, কোথাওবা ৪৩ ডিগ্রি সেলসিয়াসের মতো অনুভূত হচ্ছে শরীরে।

আবহাওয়ার পূর্বাবাসে বলা হচ্ছে, আগামীতে তাপমাত্রা আরো বাড়বে। বুধবার নাগাদ ৪৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। পরদিন শুক্রবারও তা ৪৫ ডিগ্রির ঘরেই থাকার সম্ভাবনা বেশি।

আরো প্রায় এক পক্ষকাল এভাবেই ভোগাবে চামড়া পোড়ানো গরম।

এ সময় দেশের কোনো কোনো এলাকায় বিক্ষিপ্তভাবে একটু আধটু বৃষ্টি হতে পারে বটে, তবে সেই ছিটেফোটা বৃষ্টি গরমের পারদ নামাতে সক্ষম হবে না।

বাতাসের গতি এখন ৯ থেকে ১৫ কিলোমিটার। তবে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত এই বাতাসে বর্তমানে আদ্রতা কম থাকায় রোদের তাপ বেশি প্রখর মনে হচ্ছে। যদিও দমকা হাওয়ার আদলে প্রায় ৩২ কিলোমিটার পর্যন্ত হঠাৎ উঠে যাওয়া বাতাসের বেগ মোটামুটি প্রশান্তি ছড়াচ্ছে শরীরে।

অতিরিক্ত গরমের কারণে শরীরে জ্বালাপোড়া থেকে শুরু করে ত্বকজনিত বিভিন্ন সমস্যা বাড়ছে। প্রকোপ বাড়ছে ডায়ারিয়াসহ গরমজনিত রোগের। কোথাও কোথাও ফেটে চৌচির হয়ে যাচ্ছে ফসলের মাঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button