কর্মকর্তাদের নৈতিকতার প্রশিক্ষণ প্রয়োজন -হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ে আরও বেশি প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছে হাইকোর্ট। মঙ্গলবার বিচারক এফআরএম নাজমুল আহাসান ও বিচারক কেএম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই কথা জানায়।

এর আগে রাষ্ট্রপক্ষের আইনজীবীকে তথ্য না দিয়ে তার পরিচয় যাচাই এবং রিট আবেদনকারীকে হুমকি দেওয়ার ঘটনায় টাঙ্গাইলের সখিপুরের উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন হাজির হয়ে আদালতে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে। পরে আদালত তাদের সতর্ক করে দেয়।

এসময় আদালত আরও জানায়, মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের নৈতিকতা বিষয়ে আরও বেশি প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। যেন মাঠ পর্যায়ের কর্মকর্তারা মানবিকভাবে বিষয়গুলো (জনগণের সমস্যা সমাধানে) দেখেন এবং নিজেকে সেবক মনে করে কাজ করেন। গুটি কয়েক সরকারি কর্মকর্তা ও পুলিশ অফিসারের কৃতকর্মের জন্য গোটা ডিপার্টমেন্টের সার্ভিস যেন প্রশ্নবিদ্ধ না হয়। এ ব্যাপারে সবাইকে সচেষ্ট হতে হবে।