রায়পুর জিনের মসজিদের অজানা সব তথ্য


লক্ষ্মীপুরের রায়পুরে মসজিদ-ই-জামে আবদুল্লাহ, স্থানীয়ভাবে পরিচিত জিনের মসজিদ নামে। জনশ্রুতি আছে, প্রায় দেড়শ বছর আগে রাতের আঁধারে মসজিদটি নির্মাণ করেছিলো শত শত জিন। তবে এসবই গুজব বলে মনে করেন মসজিদের ইমাম।

রায়পুর শহর পেরিয়ে কিছুটা এগুলেই দেনায়েতপুর এলাকার প্রাকৃতিক এক পরিবেশে জিনের মসজিদ খ্যাত মসজিদ-ই-জামে আবদুল্লাহ।

এলাকার সম্ভ্রান্ত পরিবারের সন্তান মাওলানা আবদুল্লাহ ভারতে উচ্চ শিক্ষা শেষে দেশে ফিরে ভারতের দিল্লির শাহী জামে মসজিদের নমুনায় ১৮৮৮ সালে এ মসজিদটি প্রতিষ্ঠা করেন।

১১০ ফুট দৈর্ঘ্য ও ৭০ ফুট প্রস্থের এ মসজিদে আছে ৩টি গম্বুজ আর ৪টি মিনার। এর একপাশের সিঁড়ি মসজিদের নীচে নেমে গেছে সেখানে সব সময় থাকে পানি।

মাটি থেকে ১৩ ধাপ সিঁড়ি পার হয়ে প্রবেশ করতে হয় মসজিদে। ভিতরে রয়েছে হাল্কা কারুকাজ। ৬ লাইনে নামাজ আদায় করতে পারেন ৫ শতাধিক মুসল্লি। জ্বীনের মসজিদ নামে পরিচিতি থাকলেও মসজিদের ইমাম মনে করেন এর কোন সত্যতা নেই।

মসজিদের পাশেই কওমি মাদ্রাসা আর মুসাফিরখানা। সামনে বিশাল পুকুর। প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে নানা বয়সী মানুষ দেখতে আসেন মসজিদটি।

তবে সংস্কারের অভাবে নষ্ট হতে বসেছে ১ শ’ ২৮ বছরের পুরোনো এই স্থাপনা। তাই প্রাচীণ ও নান্দনিক এই মসজিদটি রক্ষায় সংস্কারের দাবী জানিয়েছে কর্তৃপক্ষ।