রাজনীতি

১০ বছরে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার -মেনন

যশোর সংবাদদাতা: দেশের অর্থ বিদেশে পাচার হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি। তিনি বলেন, আমি হিসাব দিচ্ছি গত ১০ বছরে বাংলাদেশ থেকে ৯ লাখ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। কারা করেছে, কেন করেছে সে হিসাব দিচ্ছে সরকার। শনিবার যশোর টাউন হল মাঠে ওয়ার্কার্স পার্টি আয়োজিত খুলনা বিভাগীয় জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, আগে ওপরতলার ১০ ভাগের হাতে ৩৩ ভাগ সম্পদ ছিল। এখন তা বেড়ে হয়েছে ৩৮ ভাগ। আর নিচতলার ১০ ভাগের হাতে ছিল মোট সম্পদের দুই ভাগ, এখন তা কমে দাঁড়িয়েছে এক ভাগে। যে ২২ পরিবারের হাতে দেশের বেশিরভাগ সম্পদ তাদের দুর্নীতিবাজ এবং নতুন রাজাকার আখ্যা দিয়ে তিনি বলেন, এদের প্রতিহত করতে হবে।

Back to top button