রাজনীতি

 ‘সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে’

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতায় থাকার জন্য এই সরকার পুলিশ, প্রশাসন, সামরিক বাহিনী, বিচার বিভাগসহ সবক্ষেত্র তাদের নিয়ন্ত্রণে নিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম।

তিনি বলেছেন, এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য বিশাল পরিকল্পনা নিয়েছে। তারা ইউনিয়ন পর্যায়ের কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সচিবালয়ের সব পদে আওয়ামী লীগের কর্মীদের নিয়োগ দিয়েছে।

রোববার জাতীয় প্রেস ক্লাবে ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মুহাম্মদ ইব্রাহীম বলেন, আমরা এখনো সমালোচনার পর্যায়ে রয়েছি। এর বেশি কিছু করতে পারেনি। কথাবার্তা, বক্তব্য দিয়ে কিছু হবে না। আমরা যদি এগুলো ভাঙতে না পারি তাহলে কোনোদিনই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না।

Back to top button