জাতীয়

যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কম-পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সংবাদদাতা: পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশে বিচারবহির্ভূত হত্যাকান্ড নিয়ে অসত্য তথ্য ফলাও করে প্রচার হচ্ছে। অথচ যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের তুলনায় বাংলাদেশে বিচারবহিভর্‚ত হত্যাকান্ডের সংখ্যা অনেক কম।

গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) দুপুরে সিলেটে জেলা প্রশাসন ও তথ্য কমিশন আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহিভর্‚ত হত্যাকান্ডের মতো বিষয়গুলো ফলাও করে প্রচার করা হয়। অথচ বিচারবহিভর্‚ত একটি হত্যাকান্ড চায় না সরকার। দেশে হাতেগোনা কয়েকটি বিচারবহিভর্‚ত হত্যাকান্ড ঘটে। আব্দুল মোমেন বলেন, অনেক সংবাদমাধ্যমে অসত্য তথ্য প্রচার হয়। কিন্তু তথ্য অধিকার আইনের মাধ্যমে সঠিক তথ্যের নিশ্চয়তা দিয়েছে সরকার। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে এ আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন।

Back to top button