পাঁচমিশালি

সাপে নেউলে বন্ধুত্ব: সম্পর্ক বাড়াতে মুসলিম ও ইহুদি নারীদের বিশেষ উদ্যোগ

সারা বিশ্বে যখন চলছে ইহুদি মুসলিম ‍কলহ তখন এক নতুন উদ্যোগ। ইহুদিরা ফিলিস্তিনসহ সারা বিশ্বেই জুলুম করছে মুসলিমদের উপর। তার মধ্যেই ইহুদি এবং মুসলমান সমাজের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধির একটি নতুন উপায় খুঁজে বের করেছেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারের দুই ধর্মের নারীরা।

মসজিদ বা কোন সিনাগগে নয়, নিজেদের মধ্যে পরিচয় ও ঘনিষ্ঠতা বাড়াতে তারা মিলিত হয়েছেন সেখানকার একটি সেলুন বা চুল কাটার দোকানে।

সেই দোকানে আসা অনেক নারীদের জন্য অন্য ধর্মের কোন নারীদের সঙ্গে পরিচিত হবার মতো অভিজ্ঞতা এবারই প্রথম।

মিখেলা ইহুদি ধর্মের অনুসারী।

তিনি বলছেন, “ প্রথমে এই জায়গার কথা শুনে খুবই আগ্রহী হয়ে উঠি, তাই এখানে আসতে শুরু করি। আসলে স্কুলে আমরা অন্য ধর্মের বিষয়ে জানতে পেরেছি, এবং আমি সবসময়েই এ বিষয়ে আগ্রহ বোধ করেছি। কিন্তু অন্য ধর্মের মানুষদের সাথে মেলামেশার কোন সুযোগ কখনো পাইনি। এখন আমি সেটি পাবো বলেই আশা করছি”।

মুসলিম সিমি বলেন তার ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে ইহুদি ধর্মাবলম্বী কেউ কখনো ছিল না।

এমনকি তিনি যখন স্কুলে পড়তেন, পুরো স্কুলেও একজন ইহুদি ছিল বলে মনে করতে পারেননি তিনি।

তিনি বলছেন, “ এখানে আসার আমন্ত্রণ পাবার পর মনো হলো, আমার অন্য ধর্মের কাজিনদের সাথে মেলামেশার এটা চমৎকার একটি সুযোগ”।

এই দোকানটিতে মুসলিম ও ইহুদি, দুই ধর্মের সবমিলিয়ে ত্রিশ জন নারী রয়েছেন।

খুঁটিনাটি আলোচনার মাধ্যমেই ইহুদি আর মুসলমানের মধ্যেই দীর্ঘদিনের দূরত্ব ঘোচানো শুরু হবে বলে এখানকার নারীদের আশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button